স্বেচ্ছাশ্রমে নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মিত হয়েছে ৪০০ ফুট কাঠের সেতু। এতে নদী পারাপারের দুর্ভোগ কিছুটা হলেও কমেছে দুই ইউনিয়নের ২২টি গ্রামের মানুষের। তবে স্থায়ীভাবে পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর।
জানা যায়, দেড় মাস ধরে শত শত মানুষের অক্লান্ত পরিশ্রমে আড়িয়াল খাঁ নদীর ওপর মাথা উঁচু করে দাঁড়িয়েছে এই কাঠের সেতুটি। নরসিংদীর চর আড়ালিয়া ও আমিরগঞ্জ ইউনিয়নের অন্তত ২২টি গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াত এই পথে। সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাতে হতো এসব এলাকার মানুষকে। ৪০০ ফুট দৈর্ঘ্যে ও ছয় ফুট প্রস্থের এই সেতু কমিয়েছে নিত্যদিনের সেই ভোগান্তি। কাঠের এই সেতু দিয়ে চলাচল করছে মোটরসাইকেল, রিকশা ও ইজিবাইক।
প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে বারবার আশাহত হয়ে দুই পাড়ের মানুষ সিদ্ধান্ত নেন চাঁদা দিয়ে নির্মাণ করবেন কাঠের সেতু। দুই পাশে নির্মাণ করা হয়েছে ৫০ ফুট মাটির সড়কও।
এদিকে নরসিংদী এলজিইডি নির্বাহী প্রকৌশলী শেখ মো. আবু জাকির সেকান্দার জানান, পাকা সেতু নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাব পাসের অপেক্ষায় রয়েছে।
কাঠের এই সেতু তৈরিতে ব্যয় হয়েছে ১০ লাখ টাকা। আর এই সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করে প্রায় ১৫ হাজার মানুষ।
নদী বন্দর / পিকে