বরিশালের কীর্তনখোলা নদীতে চরমনোই বাৎসরিক ওয়াজ মাহফিল শেষে শনিবার দুপুর ১২টার দিকে কীর্তনখোলা নদীতে মুসুল্লীবাহী দু’টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে বিকেল ৪টা পর্যন্ত এতে কোনো নিখোঁজ বা হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ জানায়, চরমোনাই মাহফিলের আখেরী মোনাজাত শেষে ট্রলারে করে নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দেয় মুসুল্লীরা। ট্রলারে অতিরিক্ত যাত্রী থাকায় দুইটি ট্রলারই নদীতে নিমজ্জিত হয়। ট্রলার দু’টিতে শতাধিক যাত্রী ছিলো। তারা সকলেই সাঁতার নিয়ে তীরে কিংবা পার্শ্ববর্তী ট্রলারে উঠে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সামাজিক যেগাাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসময় চরমোনাই মাহফিলের ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে মাহফিল সূত্র জানিয়েছে।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, ট্রলার ডুবির ঘটনা ঘটলেও সকলেই সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত কেউ নিখোঁজ বা আহত রয়েছে এমন কোনো সংবাদ পায়নি থানা পুলিশ।
নদী বন্দর / এমকে