খুলনায় কলেজশিক্ষক চিত্তরঞ্জন বাইন হত্যা মামলায় ২ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৮ আসামিকে খালাস দিয়েছেন আদালত।
খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-রাজু মুন্সী ওরফে গালকাটা রাজু ও মো. তুহিন গাজী।
আইনজীবরা জানান, ২০১৭ সালের ১৪ জানুয়ারি রাতে নগরীর শেরেবাংলা রোডে জানালার গ্রিল কেটে কলেজশিক্ষক চিত্তরঞ্জন বাইনের ঘরে ঢোকে দুর্বৃত্তরা। এরপর হাত-পা ও মুখ বেঁধে তাকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের মালামাল নিয়ে পালিয়ে যায়। চিত্তরঞ্জন বাইন বটিয়াঘাটা উপজেলার শহীদ শেখ আবুল কাশেম স্মৃতি মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক ছিলেন।
এ ঘটনায় নিহতের ভাই সুবোল বাইন বাদী হয়ে পরদিন খুলনা সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামাল উদ্দিন ২০১৭ সালের ১২ অক্টোবর ১০ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার বিচার চলাকালে ২২ জন সাক্ষীর মধ্যে ১৩ জন সাক্ষ্য দিয়েছেন।
নদী বন্দর / এমকে