বাঁচামরার লড়াই জিতে সমতা। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির তো খুশিতে গদগদই হওয়ার কথা। কিন্তু বৃহস্পতিবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি জিতেও মন খারাপ কোহলির। মন খারাপ বললে ভুল হবে, আসলে তিনি ক্ষিপ্ত। কিন্তু কেন?
ম্যাচ জিতলেও আম্পায়ারের ভুল সিদ্ধান্ত নিয়ে সরব হয়েছেন কোহলি। ভারত হয়তো এবার জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে, কিন্তু আম্পায়াররা এমনটা করলে বড় ম্যাচের মোড় ঘুরে যেতে পারে, মনে করেন ভারতীয় দলপতি।
কোহলির নাখোশ হওয়ারও কারণ আছে যথেষ্ট। বৃহস্পতিবার ভারতের হয়ে ব্যাট হাতে আলো ছড়ানো সূর্যকুমার যাদবকেই যে ভুল আউট দিয়েছেন আম্পায়ার। ৩১ বলে ৬ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৫৭ রানের চোখে লাগার মতো এক ইনিংস বেরিয়ে আসে তার উইলো থেকে। কিন্তু যে ক্যাচে আউট হয়েছেন, সেটি মাটিতে লেগে গিয়েছিল।
ক্ষুব্ধ কোহলি ম্যাচ শেষে বলেন, ‘আম্পায়ারের আপাত দৃষ্টিতে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত নিচ্ছেন। যেমনটা হয়ে থাকে ডিআরএসের ক্ষেত্রেও। এটা বন্ধ হওয়া দরকার। নয়তো এই ধরনের সিদ্ধান্ত বড় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমাদের ক্ষেত্রে এটা হয়েছে, কাল অন্য দলও এই সমস্যার সম্মুখীন হতে পারে। এই ধরনের ম্যাচে আমরা আরও বেশি স্বচ্ছতা আশা করি।’
ঘটনা ভারতীয় ইনিংসের ১৪তম ওভারের। ফাইন লেগে তুলে মেরেছিলেন সূর্যকুমার। বাউন্ডারি থেকে দৌড়ে এসে ক্যাচ ধরেন ডেভিড মালান। আম্পায়ারের আপাত দৃষ্টিতে সেটি আউট বলেই মনে হয়। তৃতীয় আম্পায়ারও আউট দিয়ে দেন। কিন্তু রিপ্লেতে দেখা যায়, বল একটুখানি মাটি ছুঁয়েছে।
সূর্যকুমার যেভাবে খেলছিলেন, তার এমন আউট অধিনায়কের জন্য তো মেনে নেয়া কঠিনই। মূলত ডানহাতি এই ব্যাটসম্যানের ইনিংসে ভর করেই ভারত ৮ উইকেটে ১৮৫ রান তুলতে পারে। জবাবে ৮ উইকেটে ১৭৭ রানে থামে ইংলিশদের লড়াই।
নদী বন্দর / এমকে