সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুললেন পাঞ্জাবের অধিনায়ক অভিষেক শর্মা। রোববার হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে বাংলার অভিজ্ঞ বোলারদের বিরুদ্ধে মাত্র ৩২ বলে অসাধারণ সেঞ্চুরি হাঁকালেন এই বাঁহাতি ওপেনার। তার ১১টি বিশাল ছক্কায় ভর করে পাঞ্জাব গড়ে ইতিহাস।
টসে জিতে ব্যাট করতে নামতেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় অভিষেককে। টুর্নামেন্টের শুরুতে ছন্দে না থাকলেও এদিন ছিলেন সম্পূর্ণ দুর্দান্ত। বিশেষ করে তাঁর সাবেক আইপিএল সতীর্থ ও বাংলার পেসার মোহাম্মদ শামিকে এক ওভারেই ২৩ রান হাঁকিয়ে সবাইকে চমকে দেন।
মাত্র ১২ বলেই ফিফটি করেন অভিষেক, যা টি-টোয়েন্টি ইতিহাসের যৌথভাবে তৃতীয় দ্রুততম ফিফটি। অবাক করার মতো বিষয় হলো, ফিফটি তুলতে তার ৫১ রানের মধ্যে ৫০ রানই আসে বাউন্ডারি থেকে (৫ চার ও ৫ ছক্কা)।
সতীর্থ প্রভসিমরন সিংকে সঙ্গে নিয়ে মাত্র ৮ ওভারেই দলের স্কোর ১২০ পেরিয়ে যায়। প্রভসিমরনও অর্ধশতক করেন, তবে আলো কাড়েন পুরোপুরি অভিষেকই।
মাত্র ৩২ বলে সেঞ্চুরি করে তিনি টি-টোয়েন্টি ক্যারিয়ারের অষ্টম শতক পূর্ণ করেন। এতে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ টি-টোয়েন্টি শতকের তালিকায় রোহিত শর্মাকে (৮টি) ছুঁয়ে ফেলেছেন তিনি। তালিকার শীর্ষে রয়েছেন বিরাট কোহলি (৯টি)।
এছাড়া এক বছরে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মারার নিজের আগের রেকর্ডও ভেঙে ফেলেছেন অভিষেক। গত বছর তার ছক্কার সংখ্যা ছিল ৮৭; এবার তিনি সেটিও ছাড়িয়ে যান।
৩২ বলে এই সেঞ্চুরি কোনো ভারতীয় ব্যাটারের পক্ষে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। উল্লেখ্য, দ্রুততম (২৮ বলে) সেঞ্চুরির রেকর্ডটি যৌথভাবে রয়েছে অভিষেক শর্মা ও উর্বিল প্যাটেলের দখলে।
নদীবন্দর/এএস