স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছাড়ার পর প্রথম দুই মৌসুমে জুভেন্টাসের হয়ে সাফল্যের দেখা পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা না জিতলেও, দুই মৌসুমেই সিরি ‘আ’ চ্যাম্পিয়ন হয়েছিল জুভেন্টাস। কিন্তু চলতি মৌসুমে যেন বদলে যাচ্ছে সবকিছু।
এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে রোনালদোর জুভেন্টাস। এমনকি নয় বছর পর ইতালিয়ান সিরি ‘আ’র শিরোপাও খোয়ানোর পথে তুরিনোর বুড়িরা। লিগের আর মাত্র দশ ম্যাচ বাকি থাকতে ১২ পয়েন্ট পিছিয়ে গেছে জুভেন্টাস।
সবশেষ শনিবার রাতে গোল করেও দলকে জেতাতে পারেননি রোনালদো। তুরিনোর মাঠে খেলতে গিয়ে ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে জুভেন্টাস। মূলত রোনালদোর গোলেই পরাজয় এড়িয়েছে জুভরা। অথচ পুরো ম্যাচে বল দখলের লড়াই কিংবা আক্রমণের ধাঁরে এগিয়ে ছিল জুভেন্তাসই।
ম্যাচের ১৩ মিনিটের সময় ফ্রেডরিখ চিয়েসার গোলে লিড নেয় জুভেন্টাস। মাত্র ১৪ মিনিটের ব্যবধানেই সমতা ফেরায় স্বাগতিকরা। বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই এগিয়ে যায় তুরিনো। পরে রোনালদোর সুবাদে সেই গোল শোধ দিতে ৭৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়ে জুভেন্টাসকে।
এই ড্রয়ের পর ২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে রয়েছে জুভেন্টাস। সমানে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান, ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এসি মিলান ও ৫৮ পয়েন্ট পাওয়া আটলান্টা রয়েছে তিন নম্বরে।
অন্যদিকে আন্তর্জাতিক সূচির বিরতির পর মাঠে ফিরেই জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার দৌড়ে তারা এইবারকে হারিয়েছে ২-০ গোলে। দলের জয়ে গোল দুইটি করেছেন মার্কো অ্যাসেনসিও এবং করিম বেনজেমা।
এ জয়ের ফলে ২৯ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠেছে রিয়াল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। তিন নম্বরে থাকা বার্সেলোনার সংগ্রহ ২৮ ম্যাচে ৬২ পয়েন্ট।
নদী বন্দর / এমকে