সংক্রামক রোগ সম্পর্কিত নিয়ম ভঙ্গ করে জমায়েত হয়ে জুয়া খেলার অপরাধে পঞ্চগড়ের বোদায় ১৮ জন জুয়ারিকে আটক করেছে বোদা থানা পুলিশ। গত বুধবার রাতে তাদের উপজেলার সাকোয়া ইউনিয়নের সাকোয়া বাজারের সায়েদ আলীর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সবুজ ইসলাম (২৫), আমিনুর ইসলাম (২৬), সেলিম (২৩), কাজল আলী (৩৬), রহিম (৩১), জাহিদ ইসলাম (২৫), বাবলু (৪০), রমজান আলী (২৫), রওশন আলী (২৫), বোজনন্দ (৩৫), আকতারুল ইসলাম (২৫), মামুন ইসলাম (২০), জাহেরুল ইসলাম (৩০), সুজন ইসলাম (২৫), শরিফুল ইসলাম (৩০), রফিক (৩৫), হৃদয় ইসলাম (২৪) ও ফারুক হোসেন (৩৮)। গোপন সংবাদের ভিত্তিতে
বোদা থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরির নেতৃত্বে বোদা থানার একটি চৌকস দল তাদের জুয়া খেলার সময় হাতে নাতে আটক করে।
এ সময় তাদের কাছে থাকা মোবাইল ফোন, জুয়া খেলার কার্ডসহ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংক্রামক রোগ সম্পর্কিত নিয়ম লংঘন করে জুয়ার আসর বসার অপরাধে দঃবিঃ২৭০/২৭১ ধারায় মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নদী বন্দর / এমকে