মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি অ্যান জ্যাকবসন বলেছেন, আমরা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনকে সমর্থন করি। যাতে আগামী বছরের শুরুর দিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হয়।
সোমবার (১ সেপ্টেম্বর) সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সের নেতৃত্বে প্রতিনিধি দলে রাজনৈতিক প্রধান ডেভিড মো, রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।
ট্র্যাসি অ্যান জ্যাকবসন বলেন, আমি আমার স্বাভাবিক নিয়ম পরিবর্তন করে একটি বক্তব্য দিতে চাই এবং আমাদের স্বাগতম জানানোর জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাতে চাই। আমি আমার কয়েকজন সহকর্মীকে সঙ্গে নিয়ে এখানে এসেছি শুনতে, শিখতে এবং বুঝতে। যেহেতু নানা ধরনের গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে আছে, আমি খুব পরিষ্কারভাবে যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান জানাতে চাই।
তিনি আরও বলেন, আমরা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে এবং নির্বাচন কমিশনকে সমর্থন করি— যাতে আগামী বছরের শুরুর দিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হয়। আমরা আশা করি, নির্বাচন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে আয়োজন করা হবে। একটি সফল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে যা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ও স্বপ্নকে প্রতিনিধিত্ব করবে।
রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র দূতাবাস বা যুক্তরাষ্ট্র সরকার, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাক্ষাৎ করি তাদের কর্মসূচি ও লক্ষ্য বোঝার জন্য। আমরা কোনো নির্দিষ্ট রাজনীতিবিদকেও সমর্থন করি না, তবে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য বোঝার জন্য আমরা তাদের সঙ্গে বৈঠক করি। আমরা কোনো নির্দিষ্ট ফলাফলকেও সমর্থন করি না— এটি বাংলাদেশের জনগণেরই সিদ্ধান্ত নেওয়ার বিষয়।
নদীবন্দর/জেএস