সাতক্ষীরার দেবহাটায় ৪৪ বল ভারতীয় গলদা রেণু আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে দেবহাটা উপজেলার কুলিয়া আশুমার্কেট মোড়ে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় মিনি পিকআপ থেকে এসব রেণু আটক হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, অবৈধভাবে ভারত থেকে গলদা রেণু আনার সময় করোনা প্রতিরোধে পুলিশি চেকপোস্টে ৪৪ বল গলদা রেণু আটক হয়। আটককৃত রেণু বিজ্ঞ আদালতের অনুমতি ক্রমে জনসম্মুখে ইছামতি নদীতে অবমুক্ত করা হয়েছে। আটককৃত ৪৪টি পলিতে প্রায় অর্ধকোটি মাছের পোনা ছিল। যার মূল্য কয়েক লাখ টাকা।
এ ঘটনায় চোরাচালানে জড়িত গাড়ির ড্রাইভারসহ মোট চারজনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
নদী বন্দর / পিকে