পূর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জ কর্মকর্তা মো. জয়নাল আদেবদীন জানান, সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের সরোয়ার মোল্লার মাছের ঘেরের জালে একটি অজগর সাপ আটকা পড়ে। পরে স্থানীয় বন সুরক্ষা বিষয়ক সি পি জি ও টাইগার টিমের সদস্যরা সেটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসে। অজগরটি শরনখোলা স্টেশন সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে। ২৫ কেজি ওজনের অজগরটি ১৫ ফুট লম্বা।
রেঞ্জ কর্মকর্তা আরও জানান, সুন্দরবন ও লোকালয় একই সমতলে হওয়ায় খাদ্যের সন্ধানে অজগর সাপগুলো প্রায়ই গ্রামে চলে আসে। গত এক বছরে কমপক্ষে ৭০টি অজগর সাপ গ্রাম থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।
নদী বন্দর / জিকে