ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রোববার (০২ মে) মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে রাজস্থানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন।
রাজস্থান একাদশে আছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত দলের হয়ে সবকটি ম্যাচই খেলেছেন কাটার মাস্টারখ্যাত মোস্তাফিজ। ৬ ম্যাচে তার উইকেটসংখ্যা ৫টি।
এ ম্যাচে ৩টি পরিবর্তন নিয়ে খেলছে হায়দ্রাবাদ। ডেভিড ওয়ার্নারের পরিবর্তে দলে এসেছেন মোহাম্মদ নবী। এ ছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ভুবনেশ্বর কুমার এবং আব্দুল সামাদ।
এদিকে রাজস্থান দলে রয়েছে দুটি পরিবর্তন। জয়দেব উনাদকাটকে বিশ্রাম দেয়ায় সুযোগ পেয়েছেন কার্তিক তিয়াগি। আর শিভাব দুবের পরিবর্তে আইপিএল অভিষেক ঘটেছে অনুজ রাওয়াতের।
দুই দলের মধ্যে সুবিধানজনক অবস্থায় আছে রাজস্থান। ৬ ম্যাচের ২টি জিতে পয়েন্ট তালিকার সাত নম্বরে আছে তারা। তবে সমান ম্যাচে একটিমাত্র জয় হায়দ্রাবাদের। পয়েন্ট তালিকায় সবার তলানিতে দলটি।
রাজস্থান রয়্যালস একাদশ:
জস বাটলার, জস্বশী জাসওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভিড মিলার, রিয়ান পরাগ, অনুজ রাওয়াত, ক্রিস মরিস, রাহুল তেয়াতিয়া, কার্তিক তিয়াগি, চেতন সাকারিয়া, মোস্তাফিজুর রহমান।
সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ:
জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিশ পান্ডে, কেদার যাদব, বিজয় শঙ্কর, মোহাম্মদ নবি, আবদুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, সন্দীপ শর্মা।
নদী বন্দর / এমকে