কুড়িগ্রামে তাপমাত্রা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি বাড়ায় মাঝারি শৈত্যপ্রবাহ মৃদুতে রূপ নিয়েছে। এর ফলে জনজীবনে কিছুটা স্বস্তি এসেছে।
সোমবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার রাজারহাটে অবস্থিত কৃষি ও সিনপটিক আবহাওয়া পর্যবেক্ষণাগার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কৃষি ও সিনপটিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার। রোববার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সোমবার ভোরের আলোর ফোটার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেছে। সে সঙ্গে আকাশে মেঘ না থাকায় দেখা গেছে সূর্যের মুখ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের উত্তাপ বেড়েছে। দিনভর পাওয়া যাচ্ছে আলো। তবে উত্তর হিমেল হাওয়া বয়ে আসায় রাতের বেলায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে বেশি।
নদী বন্দর / পিকে