রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের খসড়ার স্কুলিং পদ্ধতি বাতিলের দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (১ ডিসেম্বর) সকাল দশটা থেকে এ অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। শিক্ষার্থীরা ’স্কুলিং না স্বতন্ত্র স্বতন্ত্র স্বতন্ত্র’, ‘স্কুলিংয়ের ঠিকানা ঢাকা কলেজে হবে না’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, স্কুলিংয়ের ফাঁসি চাই’, ‘তুমি কে আমি কে ডিসিয়ান ডিসিয়ান’, ‘ঢাকা কলেজের আঙিনায় স্কুলিংয়ের ঠাঁই নাই’, স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ সময় ধরে আমরা স্কুলিং পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছি। শিক্ষা মন্ত্রণালয় আমাদের ডাকে সেভাবে সাড়া দিচ্ছে না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে যে মডেল দেওয়া হয়েছে, সেটার সঙ্গে আমাদের দাবি সাংঘর্ষিক। আমরা চেয়েছি স্বতন্ত্র কাঠামো অর্থাৎ প্রত্যেক কলেজের ইতিহাস ও ঐতিহ্য ঠিক থাকবে এবং শিক্ষার মানের উন্নয়ন ঘটবে।
আন্দোলনরত শিক্ষার্থীরা আরও বলেন, সরকার থেকে স্কুলিং মডেল দেওয়া হয়েছে, এটির সঙ্গে শিক্ষার্থীরা পরিচিত নয় এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেও দেওয়া হয়নি। শিক্ষার্থীরা স্কুলিং মডেল চায় না।
তারা বলেন, প্রত্যেক কলেজে নানা ধরনের স্টেকহোল্ডার থাকে, তাদের সঙ্গে আলোচনা করা হয়নি। গুটিকয়েক শিক্ষার্থীর মতামতকে সবার মতামত বলে চালিয়ে দেওয়া হয়েছে। স্কুলিং মডেলের উদ্যোগ নেওয়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। সাত কলেজের প্রেক্ষাপটে এই মডেল অনুপযোগী ও অযৌক্তিক। এই পদ্ধতিতে শিক্ষা সংকোচন হবে। সরকারের আরো ভাবতে হবে এবং স্কুলিং মডেল বাতিল করতে হবে।
এদিকে শিক্ষার্থীদের অবরোধের ফলে নিউমার্কেট এলাকার মিরপুর সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক ব্যবহার করা লোকজন।
গাড়ি না চলায় এর প্রভাব পড়েছে আশপাশের সড়কগুলোতেও। প্রতিটি অলিগলিতে গাড়ির চাপ বেড়েছে।
নদীবন্দর/এএ্স