1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
নিষেধাজ্ঞার মধ্যেও ঝুঁকি নিয়ে ট্রলার চলছে পদ্মায় - Nadibandar.com
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ২০১ বার পঠিত

মুন্সিগঞ্জে নিষেধাজ্ঞা আর নৌ-পুলিশের তদারকির মধ্যেই পদ্মা নদীতে ট্রলার চলাচল করছে। ঈদুল ফিতরকে কেন্দ্র করে জীবনের ঝুঁকি নিয়েই দক্ষিণবঙ্গের ঘরমুখো মানুষেরা এসব নৌযানে পার হচ্ছেন। আর অতিরিক্ত ভাড়া পেতে স্থানীয় চালকরাও যাত্রী পার করছেন ট্রলারে।

গত কয়েকদিন সরজমিনে দেখা যায়, লৌহজং উপজেলার খিদিরপাড়ার ডহুড়ি খাল থেকে শ্রীনগর উপজেলার ভাগ্যকূল পর্যন্ত বিভিন্ন পয়েন্ট থেকে যাত্রী নিয়ে ট্রলার চলাচল করছে। বিশেষ করে লৌহজং উপজেলার কান্দিপাড়া, শিমুলিঘাটের অদূরের চর, মাওয়া মৎস্য আড়ত, সামুর বাড়ি, শ্রীনগর উপজেলার ভাগ্যকূল বাজার থেকে প্রতিদিন ট্রলারে শতশত যাত্রী পার করা হচ্ছে।

jagonews24

স্থানীয়রা জানায়, জনপ্রতি ২০০-৫০০ টাকা নিয়ে নদী পার করে দিচ্ছেন ট্রলার চালকরা। মূলত শিমুলিয়া ঘাটের ভোগান্তি এড়িয়ে সহজে নদী পার হওয়ার উপায় হিসাবেই একে দেখছেন যাত্রীরা।

তবে কর্তৃপক্ষ বলছে, এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

এদিকে ট্রলার বন্ধে প্রতিদিনই অভিযান চালাচ্ছে মাওয়া নৌপুলিশ। আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা, ট্রলার জব্দ ও হেফাজতে নেয়া হচ্ছে।

মাওয়া নৌপুলিশ সূত্রে জানা যায়, গত চারদিনে অভিযানে ৩৭টি ট্রলার পুলিশের হেফাজতে নেয়া হয়েছে ও ২৯ জন ট্রলার চালককে জরিমানা করা হয়েছে।

এরমধ্যে সোমবার (১০ মে) ১৩ জন চালকসহ জব্দ করা হয় ১৩টি ট্রলার৷ চালকদের মধ্যে ১০ জনকে জনপ্রতি তিন হাজার, একজনকে পাঁচ হাজার ও দুইজনকে দেড় হাজার টাকা করে জরিমানা করা হয়।

এর আগে গত রোববার (৯ মে) ১৮টি ট্রলারসহ ১৮ জন চালককে আটক করা হয়। যাদের মধ্যে ১৬ জন চালকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় দুইজনকে ছেড়ে দেয়া হয়। এদিকে শনিবার (৮ মে) ছয়টি ট্রলার আটকের পর হেফাজতে নেয়া হয়।

মাওয়া নৌপুলিশের ইনচার্জ সিরাজুল কবির বলেন, পদ্মার বিশাল এলাকা সার্বক্ষণিক তদারকি করা কষ্টসাধ্য। মাত্র ২০ জন সদস্য রয়েছে তদারকির জন্য। অর্থাৎ প্রতি কিলোমিটারে মাত্র একজন দায়িত্ব পালন করছে। এর ওপর এখন স্পিডবোট ঘাট বন্ধ সেখানেও সদস্যদের পাহারায় থাকতে হয়।

তিনি আরো বলেন, অভিযান করে অনেককে আইনের আওতায় আনা হচ্ছে। আমাদের পক্ষ থেকে যতটুকু পারা যায় ততটুকু করার চেষ্টা করছি।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com