1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
‘ধর্মের নামে সহিংস কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না’ - Nadibandar.com
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ১০৬ বার পঠিত

ওয়াজ-মাহফিলের নামে উগ্রবাদ ছড়ানো বা ধর্মের নামে সহিংস কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না বলে জানিয়েছেন আলেম-ওলামা ও পীর-মাশায়েখরা।

রাজধানীতে এক সমাবেশে উগ্রবাদ ও সহিংসতা সৃষ্টিকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। সহিংসতা সৃষ্টি করলে কোনো পরিচয় না দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী। আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, রাজনৈতিক ফাঁয়দা হাসিলের জন্যই সহিংসতা ছড়ানো ও তাণ্ডব সৃষ্টিতে সরলমনা আলেমদের ব্যবহার করছেন হেফাজত নেতারা।

বৃহস্পতিবার (২৭ মে) রাজধানীর ইসলামিক ফাউন্ডেশনের কনফারেন্স হলে বাংলাদেশে ইউনাইটেড ইসলামিক পার্টির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দেশের কয়েক হাজার আলেম-ওলামা পীর-মাশায়েখ অংশ নেন। এসময় তারা বলেন, সম্প্রতি হেফাজতে ইসলামের ব্যানারে আলেম নামধারী কিছু ব্যক্তির উগ্রবাদী বক্তব্য আর সহিংস কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না।

আলেম-ওলামা পীর-মাশায়েখরা ইসলামের নামে সহিংসতা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এসময় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, সহিংসতা ও তাণ্ডবে জড়িত অপরাধীদেরই গ্রেপ্তার করা হয়েছে।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, যারা বিভিন্ন আঙ্গিকে ফেসবুকে নানাভাবে ছড়াতে চেষ্টা করেন, আমি মনে করি তারা জাতির শত্রু, বাঙালি জাতির শত্রু, দেশের শুত্রু এবং দেশদ্রোহিতার অংশ বিশেষ হিসেবে প্রমাণিত হয়।   

নামধারী কিছু হেফাজত নেতা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সরলমনা আলেমদের ব্যবহার করেছেও বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

তথ্য মন্ত্রী বলেন, যারা ইসলামের কথা বলে মানুষের ঘর-বাড়ি ভূমি অফিস ও ফায়ার সার্ভিস জ্বালিয়েছে তারা ইসলামের শত্রু।

হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আহমদ শফী হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি পাকিস্তানের অর্থায়ন ও জামায়াতের নীলনকশায় তাণ্ডব সৃষ্টিকারীদের চিহ্নিত করার দাবি জানান আলোচনায় অংশগ্রহণকারীরা।

দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের কনফারেন্স রুমে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত ধর্মের নামে অরাজকতা ও তথাকথিত ধর্মীয় নেতার ধর্মহীনতা এবং শান্তির ধর্ম ইসলাম শীর্ষ আলোচনা সভায় বক্তব্যে রাখে ন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ইউনাইটেড ইসলামী পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মো.ইসমাইল হোসাইনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। সেখানে আরও বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর ড. মুফতি মাওলানা কাফিল উদ্দিন সরকার সালেহী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মো. মামুনুর রশিদ, দলের মহাসচিব শাইখুল হাদিস মাওলানা মুফতি শাহাদাত হোসাইন, শাইখুল হাদিস মাওলানা ওয়াহিদুজ্জামান, মধুপুর পীর সাহেব মাওলানা আবু হানিফ, মাওলানা নূরুল ইসলাম, হাফেজ ক্বারী সানাউল্লাহ, মুফতি মুহিববুল্লাহ, মাওলানা গোলাম মোস্তফা প্রমুখ।

নদী বন্দর / সিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com