দ্বিতীয়বারও মেয়ে সন্তানের জন্ম দেয়ায় ভারতের মধ্য প্রদেশের এক ব্যক্তি স্ত্রী ও দুই মেয়েকে কুয়ায় ফেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বড় মেয়ের (৮) মৃত্যু হয়েছে। রোববার (৬ জুন) রাজ্যের ছত্তরপুর জেলায় এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে।
চান্দলা পুলিশ স্টেশেনের এসআই রাজেন্দ্র সিং বলেন, ‘তিন মাস আগে রাজা বাইয়া জাদবের (৪২) স্ত্রী একটি মেয়ে সন্তানের জন্ম দেন। তাদের আরেকটি মেয়ে রয়েছে। রোববার তিনি শ্বশুরবাড়ি থেকে স্ত্রী-মেয়েদের আনতে যান। পথে পাদই গ্রামে একটি কুয়ার কাছে মোটরসাইকেল থামান। এরপর তিনি স্ত্রী ও দুই মেয়েকে কুয়ায় ফেলে দেন।’
এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘রাজার স্ত্রী কুয়া থেকে ওঠার চেষ্টা করলে তিনি তাদের ওপর পাথর ছুড়ে মারেন। এতে তাদের বড় মেয়ের মৃত্যু হয়। আর স্ত্রী ও ছোট মেয়ের কান্না শুনে গ্রামবাসী কুয়া থেকে তাদের উদ্ধার করেন।’
তিনি বলেন, ‘তার স্ত্রী পুলিশকে জানিয়েছেন, আবারও মেয়ে হওয়ায় রাজা তার ওপর রেগে ছিলেন।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনার পর অভিযুক্ত রাজা পালিয়ে যান। তার বিরুদ্ধে হত্যা এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’
নদী বন্দর / পিকে