দিনাজপুর-ঢাকা মহাসড়কের আমবাড়ীতে দুটি পণ্যবাহী ট্রাক গর্তে আটকে গেছে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কে আটকা পড়ে আছে শত শত যানবাহন।
সোমবার (১৪ জুন) সকাল ৯টা থেকে দিনাজপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা যায়, মহাসড়কের পার্বতীপুর উপজেলার আমবাড়ীর হাটের পূর্ব পাশে কুড়িয়াইল নামক স্থানে রোববার (১৩ জুন) সন্ধ্যায় ঢাকাগামী ভূট্টাবোঝাই একটি ট্রাক নির্মাণাধীন রাস্তার গর্তে আটকে পড়ে। এ ট্রাকটি সারারাতেও সরানো হয়নি।
পরদিন সোমবার সকাল ৯টায় ওই ট্রাকটিকে ক্রস করে যাওয়ার সময় ঢাকাগামী আরেকটি পণ্যবাহী ট্রাক একইস্থানে আটকে যায়। এতে দিনাজপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া সোমবার আমবাড়ীতে হাটবার হওয়ায় যানজট আরো বেশি বেড়ে যায়।
আমবাড়ী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মিঠু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। ট্রাকগুলো উদ্ধারের তৎপরতা চলছে।’
নদী বন্দর / পিকে