ময়মনসিংহে কমেছে পেঁয়াজ ও খোলা সয়াবিন তেলের দাম। তবে বেড়েছে কয়েক ধরনের সবজির দাম। গত সপ্তাহে পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি হলেও কেজিতে এখন ১৫ টাকা কমেছে। একইভাবে খোলা তেলে ১০ টাকা কমে বাজারে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।
ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজার ঘুরে দেখা যায়, পটলের দাম ১০ টাকা বেড়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে বেগুন ২০ টাকা বেড়ে ৪০ টাকা, কাঁচা মরিচ ১০ টাকা বেড়ে ৩০ টাকা, লতি ১০ টাকা বেড়ে ৪০ টাকা, শসা ৩০ টাকা বেড়ে ৫০ টাকা, কুমড়া ১০ টাকা বেড়ে ৩০ টাকা, জিঙ্গা ১০ টাকা বেড়ে ৪০ টাকা, চিচিঙ্গা ১০ টাকা বেড়ে ৪০ টাকা ও বরবটি ২০ টাকা বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
ওই বাজারের কাঁচামাল বিক্রেতা রনি মিয়া বলেন, চাহিদা অনুযায়ী সবজি না থাকায় দাম কিছুটা বেড়েছে। তবে বেশ কিছু সবজির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে পেঁপে ৩০ টাকা, মুখি কচু ৫০ টাকা, বেন্ডি ৩০ টাকা কেজি ও গাজর ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে পেঁয়াজ বিক্রেতা মো. সাদেক মিয়া বলেন, পেঁয়াজের দাম কমেছে। গত সপ্তাহে ৫০ টাকা বিক্রি হলেও ১৫ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। এছাড়া আদা ১৪০ টাকা , রসুন ৬০ টাকা, বড় আলু ২৫ টাকা কেজি ও ছোট আলু ২০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে মানিক মিয়া নামের আরেক ব্যবসায়ী বলেন, খোলা সয়াবিন তেল লিটার প্রতি ১০ টাকা কমে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বোতলজাতকরণ সয়াবিন তেলের দাম কমেনি।
তিনি বলেন, মাসকলাই ডাল ৮৫ টাকা, ভাঙ্গা মসুর ডাল ৭০ টাকা, মসুর ডাল ছোট ১১০ টাকা, মসুর ডাল বড় ৭০ টাকা, খেসারি ডাল ৬০ টাকা, মটর ডাল ৪০ টাকা, বুটের ডাল ৭০ টাকা, মুগ ডাল ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজরে খাসির মাংস ৮০০ টাকা, গরুর মাংস ৫৬০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতা সুলতান বলেন। অন্যদিকে দেশি মুরগির ডিম ৫০ টাকা, ফার্মের মুরগির ডিম ২৮ টাকা ও হাঁসের ডিম ৩৫ টাকা হালি বিক্রি হচ্ছে।
মুরগি বিক্রেতা পাপ্পু মিয়া বলেন, ব্রয়লার মুরগির দাম ১০ টাকা বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালী মুরগি ২০০ টাকা, কক মুরগি সাদা ১৭০ টাকা ও লেয়ার মুরগি ২৩০ টাকায় বিক্রি হচ্ছে।
ওই বাজারের মাছ বিক্রেতা সিরাজ মিয়া বলেন, রুই ২২০ টাকা, পাঙ্গাশ ১৩০ টাকা, বাউস ৩৫০ টাকা, গ্লাসকার্প ২০০ টাকা, কাতলা ৩৫০ টাকা, শিং বড় ৬০০ টাকা, মাগুর বড় ৫০০ টাকা, কারপিও ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
নদী বন্দর / জিকে