মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় চালক ও পথচারীসহ দুই ব্যক্তি নিহত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহা সড়কের তেরাইল ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ওলিনগর গ্রামের মৃত কাতল মালিথার ছেলে মন্টু (২৫) ও তেরাইল পূর্ব পাড়ার রতন আলীর ছেলে রনি (১৭)।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় তেড়াইল গ্রামের মুদির দোকানদার আব্দুল মতিন জানান, শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া- মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে বামন্দির দিক থেকে দুইটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে গাংনীর দিকে আসছিল। পথিমধ্যে তেরাইল ব্রীজ এলাকায় পৌঁছালে মন্টু মিয়া (২১) নামের একজন ব্যক্তি পাকা সড়ক পার হচ্ছিলেন। এ সময় মােটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মন্টু মিয়াকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। একই সাথে মোটরসাইকেল চালক রনি (১৭) ও আরোহী মুস্তাক (১৯) সড়কের ওপর পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, কর্তব্যরত চিকিৎসক ডাঃ তাসমেরী খাইরুন্নাহার মন্টু মিয়াকে মৃত ঘােষণা করেন এবং আহত রনি ও মুস্তাককে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সন্ধ্যা ৭ টার দিকে সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন এবং মুস্তাককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, সড়ক দুর্ঘটনার গাংনীতে মন্টু মিয়া ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রনি নামের আরোও একজন ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়েছি। প্রকৃত ঘটনা জানতে পুলিশ মাঠে রয়েছে।
নদীবন্দর/জেএস