1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
মাছ চুরির অভিযোগে কৃষককে পিটিয়ে হত্যা - Nadibandar.com
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ১৩৪ বার পঠিত

কুষ্টিয়ার খোকসায় ডেকে নিয়ে মাছ চুরির অভিযোগে জসিম শেখ (৩৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

এ ঘটনায় মঙ্গলবার (১৫ জুন) দুপুরে অভিযুক্ত খোকসা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলীর স্ত্রী জায়েদা খাতুন ও ভাতিজা সালাউদ্দিনকে আটক করেছে পুলিশ।

নিহত জসিম শেখ উপজেলার খোকসা ইউনিয়নের রতনপুরে গ্রামের রওশন আলী শেখের ছেলে।

তার স্ত্রী আছিয়া খাতুন জানান, মঙ্গলবার ভোরে মোবাইলে ফোনে তার স্বামীকে জরুরিভাবে ডেকে নেন খোকসা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী। বাড়িতে গেলে চেয়ারম্যানের পুকুরের মাছ জসিম চুরি করেছেন বলে অভিযোগ করা হয়। অভিযোগ অস্বীকার করলে চেয়ারম্যান ও তার লোকজন জসিমকে বেধড়ক মারধর করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী জসিম শেখকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

kustia1

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেডিকেল অফিসার আশরাফুল আলম জসিম শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাথায় মারাত্মক জখমের কারণে তার মৃত্যু হয়েছে।

পিটিয়ে হত্যার ঘটনার পর ইউপি চেয়ারম্যান ও তার তিন ছেলে পলাতক রয়েছেন বলে জানা গেছে। চেয়ারম্যানের মোবাইল ফোনে কল করেও বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, খোকসার রতনপুরে এক যুবককে পিটিয়ে জখমের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

ওসি আরও জানান, তবে কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইউপি চেয়ারম্যানের স্ত্রী ও ভাতিজাকে থানায় আনা হয়েছে।

নদী বন্দর / জিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com