ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ধ্বংসযজ্ঞ চালানোর পর ঘূর্ণিঝড় এলসা উত্তরে ফ্লোরিডা উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে।
এর আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ডোমিনিকান রিপাবলিক এবং সেন্ট লুসিয়ার উপর দিয়ে এই ঝড় বয়ে যায়। তাতে ওই দুই দেশে অন্তত তিনজনের মৃত্যু হয়।
এদিকে ফ্লোরিডার মিয়ামি উপকূলে ধসে পড়া ভবনের উদ্ধার কাজ এ ঝড়ের কারণে বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যদিও ফ্লোরিডার কর্মকর্তারা বলছেন, ওই ভবনের উদ্ধার কাজ স্থগিত করতে হবে না বলে তারা ‘খুবই আশাবাদী’।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়টি ফ্লোরিডায় সরাসরি আঘাত না হেনে এটি পশ্চিম দিকে চলে যেতে পারে। এতে কেবল সেখানকার দক্ষিণ-পশ্চিম উপকূল ক্ষতিগ্রস্ত হতে পারে।
ঝড়টি স্থানীয় সময় মঙ্গলবারেই ফ্লোরিডা অতিক্রম করতে পারে।
এর আগে এটি ১০০ কিলোমিটার বেগে কিউবা উপকূল অতিক্রম করে। সেখানে অন্তত ১ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়।
নদী বন্দর / জিকে