এবার আফগানিস্তানের কাবুলে বোমা বিস্ফোরণে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। রাজধানীতে তিনটি পৃথক স্থানে বিস্ফোরণ ঘটে। এর মধ্যে একটি হামলায় দুই আফগান পুলিশ মারা যান।
শনিবার (২৬ ডিসেম্বর) কাবুলের এক পুলিশের গাড়ির সঙ্গে বোমা সংযুক্ত করে রাখে দুষ্কৃতিকারীরা। হঠাৎ বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের এক মুখপাত্র ফেরদাউস ফারার্মাজ।
বিস্ফোরণে আহত এক বেসামরিক নাগরিকের অবস্থা আশঙ্কাজনক। তিনি হাসপাতালে ভর্তি আছেন।
অন্যদিকে কাবুলের পশ্চিমাঞ্চলে আরেকটি পুলিশের গাড়ি লক্ষ্য করে একই ধরনের বোমা ছোড়া হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। তবে তৃতীয় বোমা হামলায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
গেল ২২ ডিসেম্বর রাজধানী কাবুলে গাড়ি বোমা হামলায় চার চিকিৎসকসহ কমপক্ষে পাঁচজন নিহত হন। ওই গাড়িতে ম্যাগনেটিক বোমা সংযুক্ত করা হয়। ২০ ডিসেম্বর কাবুলে শক্তিশালী গাড়ি বোমা হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৮ জন নিহত হন। পার্লামেন্টের এক সদস্যসহ আহত হন আরো ১৫ জন। এর একদিন আগেই দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনীর গিলান জেলায় ভয়াবহ বিস্ফোরণে ১৫ শিশু নিহত হয়। ঠিক এর পাঁচদিন আগে রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণ, ডেপুটি গভর্নর মারা যান।
সাম্প্রতিক সময়ে রাজধানীসহ আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে চিকিৎসক, নিরাপত্তা সদস্যসহ সাধারণ মানুষের ওপর হামলা বেড়ে গেছে। নতুন করে হামলার আশঙ্কায় উদ্বেগ আর উৎকণ্ঠায় থাকেন আফগানবাসী।
নদী বন্দর / জিকে