পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে ছয়জনই চীনা নাগরিক। এছাড়া ওই বিস্ফোরণে এক সেনা সদস্যও প্রাণ হারিয়েছেন। দেশটির উত্তরাঞ্চলে একটি বাস লক্ষ্য করে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে। রয়টার্সসহ বেশ কিছু গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
তবে ওই বাসের ভেতরেই বিস্ফোরক রেখে দেয়া হয়েছিল নাকি রাস্তার পাশে থাকা কোনও কিছু থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। বিস্ফোরণের পরপরই বাসটি একটি গভীর গিরিখাদে পড়ে যাওয়ায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার নাম প্রকাশ না করার শর্তে এক শীর্ষ সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত এক চীনা প্রকৌশলী এবং এক সেনা নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। দুর্ঘটনায় আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে।
তিনি জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় ছয় চীনা নাগরিক, এক সেনা এবং স্থানীয় এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। অপর এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসটিতে ৩০ জনের বেশি চীনা প্রকৌশলী ছিলেন।