আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে দলীয় নেতাকর্মীরা।
সোমবার (২ আগস্ট) সকালে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে দলের সিনিয়র নেতারাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানবন্ধনে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজাল, বীর মুক্তিযোদ্ধা জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, বিসিবির পরিচালকর সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন খান মোল্লা সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সৈয়দ আশরাফুলের ম্যুরাল ভাঙচুরের চেষ্টা আবেগ ও অনুভূতিতে চরম আঘাতের মতো। এ বর্বরোচিত ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি করছি।
এর আগে বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে শহরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। ঘটনায় জড়িত থাকার সন্দেহে পারভেজ নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
নদী বন্দর / জিকে