বড়পর্দায় বাজিমাত করার পর এবার ওটিটি মাধ্যমে মুক্তি পেতে যাচ্ছে বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘তাণ্ডব’। হইচই-তে এই ৭ই আগস্ট থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমার এই স্ট্রিমিং।
পরিচালনায় আছেন রায়হান রাফী, আর প্রধান চরিত্রে রয়েছেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। তার সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিমসহ আরও অনেকেই, যারা প্রত্যেকে পর্দায় রেখেছেন দুর্দান্ত ও শক্তিশালী উপস্থিতি।
ক্ষমতা, প্রতিশোধ আর রাজনীতির জটিল আবর্তে গড়ে উঠেছে ‘তাণ্ডব’-এর কাহিনি। থ্রিল, ড্রামা এবং অ্যাকশনের অনন্য মিশ্রণে এই গল্পটি দর্শকদের মুগ্ধ করেছিল প্রেক্ষাগৃহে। এবার সেই একই উত্তেজনা পৌঁছাতে যাচ্ছে আপনার ঘরে।
যদি সিনেমা হলে মিস করে থাকেন, চিন্তার কিছু নেই। ৭ই আগস্ট থেকে হইচই-তে মুক্তি পাচ্ছে ‘তাণ্ডব’। প্রস্তুত থাকুন, কারণ এবার তাণ্ডব হবে আপনার স্ক্রিনে!
নদীবন্দর/জেএস