1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
রটারড্যাম উৎসবে বাংলাদেশের ৩ সিনেমা - Nadibandar.com
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
নদীবন্দর, ঢাকা
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭ বার পঠিত

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম তথা আইএফএফআর-এর ৫৫তম আসর বিশেষ হতে যাচ্ছে ঢালিউডের জন্য। কেননা উৎসবের এবারের আসরে যাচ্ছে বাংলাদেশের ৩ সিনেমা। এগুলো হলো, ‘রইদ’, ‘মাষ্টার’ ও ‘দেলুপি’।

উৎসবের মূল প্রতিযোগিতায় লড়বে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। গতকাল সামাজিক মাধ্যমে এ খবর দিয়েছেন নির্মাতা। তিনি লিখেছেন, ‘এই ফেব্রুয়ারিতে, আমাদের ‘রইদ’ ছবিটি ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারড্যাম – আইএফএফআর-এ টাইগার প্রতিযোগিতায় (মূল প্রতিযোগিতা) ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।’’

এরপর লেখেন, ‘‘রইদ’-এর মাধ্যমে প্রথম কোনো বাংলাদেশি সিনেমা আইএফএফআর-এর মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের ডাক পেল। ছবিটি বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু সিনেমার সঙ্গে টাইগার পুরষ্কারের জন্য লড়বে।’’

‘রইদ’ গড়ে উঠেছে সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে। মূল পাত্র-পাত্রী নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। গতকাল এক সংবাদ সম্মেলনে প্রকাশ পেয়েছে ছবির ট্রেলার ও পোস্টার। যা মুগ্ধতা ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে।

‘দেলুপি’ প্রদর্শিত হবে উৎসবের ‘ব্রাইট ফিউচার’ বিভাগে। এই ক্যাটাগরিতে নির্মাতার প্রথম কিংবা দ্বিতীয় নির্মাণ জায়গা পায়। ‘দেলুপি’র নির্মাতা তাওকীর ইসলাম। বেশ উচ্ছ্বসিত তিনি। শুধু নিজের জন্য নয়, একই উৎসবের তিন ক্যাটাগরিতে দেশের তিন ছবি আমন্ত্রণ পাওয়ায়। তার ভাষায়, ‘অবিশ্বাস্য! বাংলা চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে… অভিনন্দন তিনটি চলচ্চিত্রের সাথে সংযুক্ত সকলকে।’

‘দেলুপি’ নির্মাণ করা হয়েছে খুলনার মাটির গন্ধ, নদীর গল্প আর মানুষের সংগ্রামকে কেন্দ্র করে। অভিনয় করেছেন খুলনার স্থানীয় শিল্পীরা।

রটারড্যামের বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে ডাক পেয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাষ্টার’ । সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার প্রেক্ষাপট উপজেলার স্থানীয় রাজনীতি। এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। আরও আছেন আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শরিফ সিরাজ প্রমুখ।

নাসির উদ্দিন খান লিখেছেন, ‘‘বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম (IFFR)–এর ৫৫তম আসরের ‘বিগ স্ক্রিন কম্পিটিশন’-এ প্রথমবারের মতো জায়গা করে নিল বাংলাদেশের সিনেমা, আমাদের সিনেমা। ক্ষমতা ধীরে ধীরে মানুষকে একা করে দেয়, করে দেয় অসহায়।’’

তার কথায়, ‘‘বাংলাদেশ ও বিশ্বজুড়ে চলমান রাজনৈতিক পালাবদলের এই ক্রান্তিলগ্নে, রেজওয়ান শাহরিয়ার সুমিতের পলিটিক্যাল থ্রিলার ‘মাষ্টার’ ক্ষমতার দ্বন্দ্বে একজন সাধারণ মানুষের বদলে যাওয়া আর নৈতিক সংকটের এক সাহসী দলিল।’’

২০২৬ সালে ২৯ জানুয়ারি শুরু হবে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের আসর। নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে বসবে এ উৎসব । আয়োজনের পর্দা নামবে ৮ ফেব্রুয়ারি।

নদীবন্দর/জেএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com