বছর দুই আগে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো-সোফির বিবাহ বিচ্ছেদ হয়। সেই সময় প্রধানমন্ত্রীর স্ত্রী অভিযোগ করেন কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রুডোর পরকীয়ার সম্পর্ক রয়েছে। তবে স্ত্রীর মিথ্যা প্রমাণ করে মার্কিন গায়িকা কেটি পেরির প্রেমে মজেছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী।
গত জুলাই মাসে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে কেটি পেরি এবং জাস্টিন ট্রুডোকে মন্ট্রিয়লের বিলাসবহুল রেস্টুরেন্ট ‘লে ভায়োলিনে’ একসঙ্গে রাতের খাবার খেতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, কেটি ট্রুডোর সঙ্গে আলাপচারিতায় মগ্ন ছিলেন এবং টেবিলের ওপর ঝুঁকে কথা বলছিলেন তিনি। এ সময় ট্রুডো কী বলতে চাইছেন, তা শোনার জন্য বেশ আগ্রহী কেটি। তবে তাঁদের প্রেমের বিষয়ে অনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি তারা।
এবার ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় একটি বিলাসবহুল ইয়টে (ছোট জাহাজ) গায়িকা কেটি এবং কানাডার প্রধানমন্ত্রীর আন্তরঙ্গ একগুচ্ছ ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিগুলিতে দেখা গেছে, শার্টলেস ট্রুডো ডেনিম জিন্স পরে আছেন এবং কালো সুইমস্যুটে থাকা কেটি পেরিকে চুমু খাচ্ছেন। দুইজন একে অপরের বুকে জাপটে ধরে আছেন।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি ছোট নৌকা নিয়ে কেটি- ট্রুডোর ইয়টের পাশ দিয়ে যাওয়ার সময় তাঁদের অন্তরঙ্গ দৃশ্য ক্যামেরাবন্দী করেন। প্রথমে তিনি ট্রুডোকে চিনতে পারেননি। পরে ট্রুডোর বাহুতে থাকা ট্যাটু দেখে তাঁকে শনাক্ত করেন। যদিও ডেটিং -এর বিষয়ে কেটি বা জাস্টিন ট্রুডো কেউই কোনো মন্তব্য করেননি।
২০২৩ সালের অগস্ট মাসে, ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে স্ত্রী সোফি গ্রেগোয়ারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেন জাস্টিন ট্রুডো। অন্যদিকে, কেটি এর আগে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে প্রায় সাত বছর ডেট করেন এবং তাঁদের বাগদানও হয়েছিল। কেটি- ব্লুমের একটি কন্যা সন্তান রয়েছে।
নদীবন্দর/জেএস