1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
‘বলিউডে টিকে থাকতে হলে ব্যক্তিত্ব বজায় রাখতে হয়’ - Nadibandar.com
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
নদীবন্দর,ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬ বার পঠিত

নব্বইয়ের দশকের পর্দা কাঁপানো বলিউড কুইন মাধুরী দীক্ষিত। ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। তবে সাফল্যের এই আলোকোজ্জ্বল ক্যারিয়ারেও একটি কালচে দাগ হয়ে আছে ফিরোজ খান পরিচালিত ‘দয়াবান’ সিনেমার সেই একটি দৃশ্য। অভিনেতা বিনোদ খান্নার সঙ্গে সেই সাহসী ও অন্তরঙ্গ দৃশ্যটি নিয়ে দীর্ঘ বছর পর মুখ খুললেন এই ধক ধক গার্ল।

১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দয়াবান’ সিনেমার ‘আজ ফির তুমপে পেয়ার আয়া হ্যায়’ গানটি আজও দর্শকদের হৃদয়ে গেঁথে আছে। তবে সেই গানের শুটিং মাধুরীর জন্য ছিল এক দুঃসহ অভিজ্ঞতা। সম্প্রতি ‘রেডিও নেশা’র এক সাক্ষাৎকারে পুরনো সেই স্মৃতি রোমন্থন করে মাধুরী জানান, তখন তিনি ইন্ডাস্ট্রিতে নতুন, নিজের অবস্থান তৈরির চেষ্টা করছিলেন। অন্যদিকে বিনোদ খান্না ছিলেন প্রতিষ্ঠিত মহাতারকা।

অন্তরঙ্গ সেই দৃশ্যের বর্ণনা দিয়ে মাধুরী বলেন, ‘সবকিছুই আসলে একটা শেখার প্রক্রিয়া। আমি সেই দৃশ্যটি করার পর ভীষণ লজ্জা পেয়েছিলাম এবং অস্বস্তিতে পড়েছিলাম। তখনই মনে হয়েছিল, এমন দৃশ্য আমার করা উচিত হয়নি। সেই অভিজ্ঞতা থেকেই আমি নিজের জন্য একটি সীমারেখা টেনে দিই এবং সিদ্ধান্ত নিই যে ভবিষ্যতে আর কখনো এমন দৃশ্যে অভিনয় করব না।’

সেই দৃশ্যের শুটিং চলাকালীন বিনোদ খান্না এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে, পরিচালক ‘কাট’ বলার পরেও তিনি থামেননি। এমনকি মাধুরীর ঠোঁটে কামড় বসিয়ে দিয়েছিলেন তিনি, যার ফলে রক্তপাতও হয়েছিল। যদিও মাধুরী সরাসরি এই রক্তপাতের বিষয়টি নিয়ে মন্তব্য করেননি, তবে তিনি জানিয়েছেন সেই দৃশ্যটি ধারণ করার পর তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন।

পরবর্তীতে বিনোদ খান্না নিজের আচরণের জন্য মাধুরীর কাছে ক্ষমা চেয়েছিলেন। এমনকি পরিচালক ফিরোজ খানও স্বীকার করেছিলেন যে, মাধুরীর সঙ্গে এমন দৃশ্য করা ঠিক হয়নি। এই ঘটনার পর মাধুরী আর কখনোই বিনোদ খান্নার সঙ্গে কোনো সিনেমায় জুটি বাঁধেননি।

পুরনো সেই ভুলের কথা স্মরণ করে মাধুরী বলেন, ‘আজও যখন ওই দৃশ্যটি দেখি, নিজেকে খুব অসহায় লাগে। তবে ওই একটি ঘটনাই আমাকে শিখিয়েছে বলিউডে টিকে থাকতে হলে নিজের ব্যক্তিত্ব ও সীমানা কীভাবে বজায় রাখতে হয়।’

নদীবন্দর/জেএস

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com