সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার (৩ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৯০.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।
ভারী বৃষ্টিপাতের প্রভাবে নগরের মুরাদপুর, ২ নম্বর গেট, আগ্রাবাদ, হালিশহর ও বাকলিয়া এলাকার বিভিন্ন সড়কের কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানিতে তলিয়ে যায়। এতে জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজন মারাত্মক ভোগান্তিতে পড়েন।
বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী সাইফুদ্দিন বলেন, ‘আমি সকালে অফিসে যাওয়ার জন্য বের হয়েছি। বহদ্দারহাট মোড়ে এসে দেখি প্রায় কোমর সমান পানি। রিকশা নিয়ে বাড়তি ভাড়া দিয়ে কোনোমতে অফিসে পৌঁছেছি।’
চট্টগ্রাম আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ হারুন অর রশিদ বলেন, ‘মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে মঙ্গলবার দুপুর ১২টা থেকে গত ২৪ ঘণ্টায় ১৯০.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এতে করে বিভিন্ন স্থানে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে।’
আবহাওয়া অফিস জানায়, ‘উত্তর প্রদেশ ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে উত্তর প্রদেশ ও এর আশপাশের উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।’
আজ দুপুর থেকে রাত ১টা পর্যন্ত চট্টগ্রামের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও চট্টগ্রামের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।