1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
দিল্লির বিমানবন্দরে বোমাতঙ্ক, নিরাপত্তা জোরদার - Nadibandar.com
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ১২৫ বার পঠিত

ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআই) বোমাতঙ্কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, একটি ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। আল কায়েদা বিমানবন্দরে হামলার পরিকল্পনা করছে বলে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনা তদন্ত করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কিছু খুঁজে পাননি তদন্ত কর্মকর্তারা। পরিস্থিতি স্বাভাবিক থাকায় বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি (বিটিএসি) বিমানবন্দর ত্যাগ করেছে। ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, সন্দেহজনক কিছু পাওয়া না গেলেও অতিরিক্ত সতর্কতা জারি রয়েছে।

শনিবার এয়ারলাইন্স অপারেশন কন্ট্রোল সেন্টারকে (এওসিসি) ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকির কথা জানায় আইজিআই পুলিশ স্টেশন। সে সময় জানানো হয় যে, আইজিআই বিমানবন্দরে বোমা হামলা চালানোর পরিকল্পনা করছে আল কায়েদা।

সেখানে করণবীর সুরি ওরফে মোহাম্মদ জালাল এবং করণবীর সুরির স্ত্রী শেইলি শারদা ওরফে হাসিনার সিঙ্গাপুর থেকে রোববার ভারতে আসার কথাও উল্লেখ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে তারা আইজিআই বিমানবন্দরে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

ওই ইমেইল খতিয়ে দেখতে গিয়ে সিকিউরিটি অপারেশন কন্ট্রোল সেন্টার (এসওসিসি) দেখতে পায় যে, কিছুদিন আগেও একই ধরনের আতঙ্কজনক বার্তা পাঠানো হয়েছিল। এমনকি যে ব্যক্তিদের কথা উল্লেখ করা হয়েছে তাদের নামও একই এবং ওই ইমেইলে একই ভাষায় হুমকি দিয়ে বার্তা দেয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব সংস্থাকে সতর্ক করেছে এসওসিসি এবং দায়িত্বরত কর্মকর্তাদের উচ্চ সতর্কতায় থাকতে বলা হয়েছে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com