সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরেফিরে আসছে একটি ছবি। আর সেটি হচ্ছে দাঁতওয়ালা একটি মাছের ছবি। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের নাগস হেড শহরে এই মাছটি ধরা পড়ে, যার দাঁত মানুষের দাঁতের মতোই দেখতে। ইউপিআই.কম এ তথ্য জানিয়েছে।
জেনেটস পিয়ার নামে একটি নাগস হেড শহরকেন্দ্রিক ফেসবুক পেজে মাছটির ছবি প্রকাশ করা হয় চলতি সপ্তাহে। মাছটি ধরেছেন নাথান মার্টিন নামের এক যুবক।
ফেসবুক পোস্টে হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে #বিগটিথবিগটাইমস#। এরইমধ্যে কয়েকশবার শেয়ার হয়েছে ছবিটি। অনেকে নানান মজার মন্তব্যও করেছেন এতে।
স্থানীয় ম্যাকক্ল্যাচি নিউজকে মার্টিন বলেন, মাছটি বড়শিতে গাঁথার পর যখন একে টেনে তুলছিলাম, তখন এর মুখভর্তি দাঁত দেখেই বুঝে ফেলি যে শিপসহেড ধরেছি। এর স্বাদও দারুণ।
শিপসহেড মূলত দাঁতের জনই পরিচিত। এটি চিবিয়ে খাবার খেতে পারে। শিপসহেড সাধারণত নর্থ ক্যারোলাইনাসহ উপকূলীয় এলাকাগুলোতেই পাওয়া যায়।
নদী বন্দর / পিকে