তিনঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে লাইনচ্যুত ট্রেন সরিয়ে নিলে যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আড়ে বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিনের সামনের বগির ছয়টি চাকা লাইনচ্যুত হয়।
জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি ধীরাশ্রম স্টেশনের ২৫০ গজ উত্তরে পৌঁছালে ইঞ্জিনের সামনের বগির ছয়টি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে প্রায় তিনঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর ঢাকা থেকে উদ্ধারকারী আরেকটি ট্রেন এসে দুর্ঘটনা কবলিত ট্রেনটি লাইন থেকে সরিয়ে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলওয়ের ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. খাইরুল কবির।
এ সময় তিনি বলেন, জামালপুর থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি ধীরাশ্রম স্টেশনে একতা এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং করতে ১ নম্বর লাইনে দাঁড়ালে ট্রেনটির ইঞ্জিনের সামনের বগির ছয়টি চাকা লাইনচ্যুত হয়।
তিনি আরও বলেন, কী কারণে ট্রেন দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে যাচাই করবো। ট্রেনের গতি ও চাকায় সমস্যা ছিল কিনা সেটিও তদন্ত করে দেখা হবে।