1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
আসছেন না জোবাইদা রহমান, লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে - Nadibandar.com
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
নদীবন্দর, ঢাকা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬ বার পঠিত

সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে লন্ডনের আধুনিক হাসপাতালে নেওয়া হচ্ছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার জন্য লন্ডন থেকে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে আসছেন বলে যে খবর ছড়িয়ে পড়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাওয়া হলে মির্জা ফখরুল গণমাধ্যমের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘মিডিয়াটা কোন জায়গায় নিয়ে গিয়েছে, এটা আল্লাহ তায়ালা জানেন।’

মির্জা ফখরুল জানান, কাতারের আমিরের মহানুভবতায় একটি আধুনিক এয়ার অ্যাম্বুলেন্স আজ রাতের মধ্যে ঢাকায় পৌঁছাবে, সম্ভবত ভোরে ম্যাডামকে (খালেদা জিয়া) নিয়ে যাওয়া হবে। অ্যাম্বুলেন্সে অপারেশন থিয়েটারের ব্যবস্থা আছে।

এদিকে বৃহস্পতিবার কাতার জানিয়েছে, খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে এয়ার অ্যাম্বুলেন্স দিতে প্রস্তুত রয়েছে তারা।

গতকাল বুধবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং জানিয়েছিল, আগের ২৪ ঘণ্টায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি এবং তার এই অবস্থাকে স্থিতিশীল মনে করছেন চিকিৎসকরা।

এমন পরিস্থিতির মধ্যে বুধবার খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় পৌঁছে চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হন।

নভেম্বরের ২৩ তারিখে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ‘সংকটাপন্ন’ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সবশেষ কিডনি, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানেই চিকিৎসাধীন আছেন।

এর মধ্যে ১ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। ইতোমধ্যে তার চিকিৎসায় দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত এই বোর্ডের অন্যতম সদস্য জোবাইদা রহমান।

এই মেডিকেল বোর্ডে বুধবার যুক্তরাজ্য এবং চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দুইটি দল যোগ দেয়।

নদীবন্দর/জেএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com