সরকারি অনুদানের চলচ্চিত্র ‘গলুই’তে প্রথমবারের মতো জুটি হয়ে শাকিব খান ও পূজা চেরী অভিনয় করবেন বলে গুঞ্জন উঠেছে। চলচ্চিত্রটি পরিচালনা করছেন এসএ হক অলিক। যদিও বিষয়টি নিয়ে ছবির পরিচালক কিছুই খোলাসা করেননি। গত শুক্রবার ছিল পূজা চেরীর জন্মদিন। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালক কয়েকটি ছবি পোস্ট করে পূজাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। মুহূর্তেই ছবিগুলো ছড়িয়ে পড়ে।
চলচ্চিত্রটিতে এরই মধ্যে নায়ক হিসেবে শাকিব খানের সঙ্গে প্রাথমিকভাবে সবকিছু চূড়ান্ত হয়েছে এবং শাকিব খান তার পারিশ্রমিক অর্ধেক নেবেন বলে শোনা যাচ্ছে। পাশাপাশি নায়িকা হিসেবে পূজাও পছন্দের তালিকায় রয়েছে বলে গুঞ্জন উঠেছে।
এদিকে জন্মদিনে পরিচালক অলিক ‘গলুই’ লেখা একটি কেক নিয়ে পূজার বাসায় হাজির হয়েছিলেন। সেখানে কেক কাটার পাশাপাশি পূজাকেই চূড়ান্ত করা হয়। এ প্রসঙ্গে পূজার কাছে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। তবে পরিচালক অলিক বলেন, ‘সময় হলেই ছবির সবকিছু জানাতে পারব।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালক অলিক ও পূজার ছবিগুলো নিয়ে এরই মধ্যে সিনেপাড়ায় কানাঘুষা শুরু হয়ে গেছে। অনেকেই বলছেন আগে কখনও কোনো অভিনেত্রীর বাসায় এভাবে কেক নিয়ে হাজির হতে দেখা যায়নি পরিচালক অলিককে। হয়তো আগামী কোনো ছবিতে এই পরিচালকের সিনেমায় দেখা যেতে পারে পূজাকে।
এর আগে পরিচালক অলিক জানিয়েছেন, সেপ্টেম্বরের শুরুতে ছবির নায়ক-নায়িকাদের নিয়ে একটি ফটোশুটের আয়োজন করে সিনেমাটির মহরতের ঘোষণা দেওয়া হবে। সেপ্টেম্বরের মাঝামাঝিতে জামালপুরসহ বিভিন্ন লোকেশনে ছবির একটানা শুটিং করবেন।
গলুই চলচ্চিত্রের প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘আমরা চারজন অভিনেত্রীর সাথে কথা বলছি; তাদের কাজ দেখছি। কাউকেই এখনও চূড়ানো করিনি। আমাদের ইচ্ছা তাদের মধ্যে থেকে কাউকে নেওয়ার। আশা করছি কয়েক দিনের মধ্যে আপানদের খুশির খবর দিতে পারবো- কে গলুই চলচ্চিত্রের আমাদের সাথে কাজ করবে।’
গেল সপ্তাহে ‘গলুই’ ছবির নির্মাতা অলিক জামালপুরের বিভিন্ন লোকেশনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। সেখানেই নির্মাতা ইঙ্গিত করে জানিয়েছিলেন সিনেমার শুটিং জামালপুরেই করবেন।
অলিকের হাতে ‘গলুই’ ছাড়াও রয়েছে আরও একটি সরকারি অনুদানের সিনেমা ‘যোদ্ধা’। দুটি ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে ‘গলুই’ সিনেমার শুটিং শুরু করব। ডিসেম্বরে ‘যোদ্ধা’ সিনেমার শুটিং করার পরিকল্পনা রয়েছে।’
নদী বন্দর / পিকে