1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় কিউইদের - Nadibandar.com
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১০:১৭ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ১৩০ বার পঠিত

পাকিস্তানের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে জয় পেলো স্বাগতিক নিউজিল্যান্ড। শ্বাসরুদ্ধকর শেষ দিনে ১০১ রানে পাকিস্তানকে হারায় কিউইরা। 

এর আগে প্রথম ইনিংসে ৪৩১ রান করে নিউজিল্যান্ড। জবাবে, ২৩৯ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ১৮০ রানে ইনিংস ঘোষণা করে উইলিয়ামসন বাহিনী। পরে ৩৭৩ রানের টার্গেট দাঁড়ায় সফরকারী পাকিস্তানের সামনে। জয়ের জন্য ব্যাট করতে নেমে ২৭১ রানেই থেমে যায় মিসবাহ শিষ্যরা। 

পঞ্চম দিনের শুরুতেই বিদায় নেন হারিস সোহেল। পরাজয় তখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় পাকিস্তানের জন্য। কিন্তু বাধা হয়ে দাঁড়ান অভিজ্ঞ ফাওয়াদ আলম এবং অধিনায়ক রিজওয়ান। দুজনের ১৬৫ রানের জুটি স্বপ্ন দেখায় পাকিস্তানকে। কিন্তু নিউজিল্যান্ডের পেসারদের সামনে লণ্ডভণ্ড হয়ে যায় সব কিছু।

ফাওয়াদ ফিরে যাওয়ার উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি ইয়াসির শাহ। তিনি ফিরে যান শূন্য রানে। এছাড়া ফাহিম আশরাফ করেন ১৯ রান ও মোহাম্মদ আব্বাসের ব্যাট থেকে আসে ৮ রান। আনপ্রেডিক্টেবল পাকিস্তানের স্কোরবোর্ড পাল্টে যায় নিমিষেই। চোখের পলকেই ৪ উইকেটে ২৪০ থেকে ৯ উইকেটে ২৬১ রানের দলে পরিণত হয় পাকিস্তান। 

দিনের তখনও বাকি ছিলো ১২ ওভার। শেষ উইকেটটা কে নেবেন তা নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা। কিন্তু নাসিম শাহ আর শাহিন আফ্রিদির জুটি চোখ রাঙাতে থাকে কিউইদের। দুজনে মিলে খেলে ফেলেন ৮ ওভার। দু দলের ড্রেসিংরুমে তখন টানটান উত্তেজনা। ড্র হলেও তো পরাজয়ের সমান নিউজিল্যান্ডের জন্য। কিন্তু ত্রাতা হয়ে এলেন মিচেল স্যান্টনার। রিটার্ন ক্যাচ বানালেন নাশিম শাহকে। তাতেই আনন্দে ভাসে কিউই শিবির। 

ম্যাচ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ক্রাইস্টচার্চে আগামী ৩ জানুয়ারি।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com