দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, দুর্যোগের আগাম বার্তা মোবাইলে অবহিতকরণের জন্য ইন্টার-অ্যাকটিভ ভয়েস রেসপন্স (আইভিআর) পদ্ধতি চালু করা হয়েছে।
তিনি বলেন, এতে যে কোনো মোবাইল থেকে টোল ফ্রি ১০৯০ নম্বরে কল করে সমুদ্রগামী জেলেদের জন্য আগাম বার্তা, দৈনন্দিন আবহাওয়া বার্তা, ঘূর্ণিঝড়ের আগাম বার্তা, নদনদী, বন্দরগুলোর সতর্কবার্তা ও বন্যার পূর্বাভাস অবহিত হওয়া যাবে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ফেনী-২ আসনের নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
নদী বন্দর / সিএফ