1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
কোটিপতি মোদীর ব্যক্তিগত গাড়ি নেই, জমি কিনেছেন শেয়ারে - Nadibandar.com
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৪ বার পঠিত

এক বছরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পদ বেড়েছে মাত্র ২২ লাখ রুপির। গত বছর তার সম্পত্তির মোট মূল্য ছিল ২ কোটি ৮৫ লাখ রুপি। এ বছর তা বেড়ে হয়েছে ৩ কোটি ৭ লাখ ৬৮ হাজার ৮৮৫ রুপি। সম্প্রতি প্রকাশিত মোদীর সম্পদ বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

গত ৩১ মার্চ পর্যন্ত হিসাবে দেখা যায়, ভারতীয় প্রধানমন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চিত অর্থের পরিমাণ ১ লাখ ৫২ হাজার ৪৮০ রুপি। হাতে নগদ রয়েছে মাত্র ৩৬ হাজার ৯০০ রুপি। গত বছর এরচেয়েও বেশি নগদ অর্থ ছিল তার।

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার গান্ধীনগর শাখায় স্থায়ী আমানতে (ফিক্সড ডিপোজিট) সুদ পাওয়ার কারণেই সম্পত্তির পরিমাণ কিছুটা বেড়েছে মোদীর। সেখানে এখন অর্থ রয়েছে ১ কোটি ৮৩ লাখ রুপি, গত বছর যার পরিমাণ ছিল ১ কোটি ৬০ লাখ।

ভারতীয় প্রধানমন্ত্রীর নামে কোনো ঋণ নেই। তার কাছে ১ লাখ ৪৮ হাজার ৩৩১ রুপি মূল্যের চারটি সোনার আংটি রয়েছে। ১ কোটি ১০ লাখ রুপি মূল্যের একটি আবাসিক সম্পত্তি রয়েছে তার। ২০০২ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার মাস দুয়েক আগে তিনি এটি কিনেছিলেন মাত্র ১ লাখ ৩০ হাজার রুপিতে।

অবশ্য ১৪ হাজার ১২৫ বর্গফুটের ওই সম্পত্তির মাত্র ২৫ শতাংশ মালিকানা নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আর কোনো জমিজমা কেনেননি তিনি।

শেয়ারবাজার বা মিউচুয়াল ফান্ডেও কোনো বিনিয়োগ নেই এ নেতার। তবে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে সঞ্চয় রয়েছে ৮ লাখ ৯৩ হাজার ২৫১ রুপি এবং জীবন বিমায় রয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৫৭ রুপি। এছাড়া ২০১২ সালে লার্সেন অ্যান্ড টুবরো ইনফ্রা বন্ডে ২০ হাজার রুপি বিনিয়োগ করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com