মালির উত্তরাঞ্চলে আলজেরিয়ার সীমান্তে বিস্ফোরণের ঘটনায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন এবং আরও চার সদস্য গুরুতর আহত হয়েছেন। একটি বিস্ফোরক ডিভাইস থেকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (মিনুসমা) এক বিবৃতিতে জানিয়েছে, আলজেরিয়ার সীমান্তের সঙ্গে তেসালিতের কাছে একটি বিস্ফোরক ডিভাইস থেকে বিস্ফোরণের ঘটনায় তাদের এক সদস্য নিহত এবং আরও চার সদস্য গুরুতর আহত হয়েছে।
মিনুসমার প্রধান এল ঘাসিম ওয়ান এক বিবৃতিতে বলেন, আমাদের শান্তিরক্ষী সদস্যরা যে ক্রমাগত বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলা করছেন এবং মালিতে শান্তি নিশ্চিতের জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করছেন এটা তারই প্রমাণ।
তিনি বলেন, আজকের কাপুরুষোচিত এই হামলা মালি এবং তার জনগণের শান্তি ও স্থিতিশীলতার সমর্থনে মিনুসমার সংকল্প আরও দৃঢ় করবে।
এর আগে গত এপ্রিলে চাদে মিনুসমার চার শান্তিরক্ষী সদস্য নিহত হয়। সে সময় আগুয়েলহোকে তাদের একটি ক্যাম্পে হামলা চালানো হয়। একই সময়ে মালির উত্তর-পূর্বাঞ্চলেও হামলা চালানো হয়।
মালির উত্তর এবং মধ্যাঞ্চলে সশস্ত্র গ্রুপগুলোর সহিংসতা মোকাবিলা করে শান্তি প্রতিষ্ঠায় ১৩ হাজারের বেশি সৈন্য মোতায়েন করেছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন।