প্রথমপর্বে বড় ধাক্কা খাওয়ার পরও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সুপার টুয়েলভে নাম লিখিয়েছে বাংলাদেশ। যেটাকে ভাবা হচ্ছে বিশ্বকাপের মূলপর্ব। এই পর্বেই বড় বড় প্রতিপক্ষকে মোকাবেলা করতে হবে টাইগারদের।
আজ (রোববার) সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। টস জিতে প্রথমে ফিল্ডিয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ব্যাটিং করবে।
প্রথমপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানের অপ্রত্যাশিত হারের পর টানা দুই ম্যাচে দাপুটে জয়ে সুপার টুয়েলভে এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
দ্বিতীয় ম্যাচে ওমানকে ২৬ আর তৃতীয়টিতে দুর্বল পাপুয়া নিউগিনিকে বাংলাদেশ উড়িয়ে দেয় ৮৪ রানের বড় ব্যবধানে। তবু গ্রুপপর্বে রানার্সআপ হয়ে দ্বিতীয়পর্বে উঠেছে টাইগাররা।
নদী বন্দর / জিকে