1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
রোহিত-দ্রাবিড়ের সময়ে শিরোপা খরা কাটাবে ভারত, আশা গম্ভিরের - Nadibandar.com
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ১৫৮ বার পঠিত

আজ নামিবিয়া ম্যাচের পর নতুন যুগে পা দেবে ভারতীয় ক্রিকেট দল। দলের হেড কোচের দায়িত্ব বুঝে নেবেন রাহুল দ্রাবিড়। আর টি-টোয়েন্টি ফরম্যাটে দলটি খেলবে নতুন অধিনায়কের নেতৃত্বে।

নতুনত্ব আশাতেই ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভির আশা করছেন, রোহিত এবং দ্রাবিড়ের হাত ধরেই আইসিসি ইভেন্টের শিরোপা খরা দূর করবে ভারত।

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি জেতে ভারত। এরপর থেকেই আইসিসির কোনো শিরোপা নেই ভারতের।

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হার, এরপর ২০১৬ সালে একই টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায়। ভারতের দুঃখ আরও বাড়ে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল এবং ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিতে হেরে।

বিরাট কোহলির নেতৃত্বে শেষ দুই আইসিসি ইভেন্টে ভারত হতাশ করলেও, গম্ভির মনে করছেন রোহিত-রাহুলরা সমর্থকদের অতৃপ্তি দূর করবেন। টি-টোয়েন্টি ফরম্যাটে দলকে সফলতা এনে দেবেন।

চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বিদায় নেয়া ভারতকে নিয়ে সাবেক এই ওপেনার স্টার স্পোর্টসকে বলেছেন, ‘আশা করি রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় এই ফরম্যাটে (টি-টোয়েন্টি) ভারতকে এগিয়ে নেবে এবং দ্রুতই আইসিসি টুর্নামেন্ট জেতাবে।’

গেল সপ্তাহে রবি শাস্ত্রির উত্তরসূরি হিসেবে কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের নাম ঘোষণা করে বিসিসিআই। ঘরের মাঠে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ দিয়েই হেড কোচ হিসেবে কাজ শুরু করবেন দ্রাবিড়।

এদিকে, এই সিরিজ দিয়েই নতুন অধিনায়কের নেতৃত্বে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলবে ভারত। এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও, একাধিক ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে রোহিতই নিচ্ছেন কোহলির জায়গা।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com