ভারতের টি-টোয়েন্টি দলে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির সরে যাওয়ার পর অনেকেই রোহিত শর্মাকে দেখতে চেয়েছিলেন। কারণ হিসেবে বেশিরভাগই রোহিতের আইপিএল শিরোপা সৌভাগ্যের কথা বলেছিলেন। তবে সুনিল গাভাস্কার এই প্রসঙ্গে ভিন্ন মত পোষণ করছেন।
রোহিতের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ানস পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে। কিন্তু আইপিএলে শিরোপা জিতলেই যে আন্তর্জাতিক শিরোপা শো-কেসে তোলা যাবে, এমনটা মনে করেন না গাভাস্কার।
গতকাল ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পাওয়া রোহিত সম্পর্কে ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেছেন, ‘সাধারণত অধিনায়কের ওপর নির্ভর করে দলটা কেমন করবে। সে (রোহিত) নিঃসন্দেহে সেরা অধিনায়ক। তবে আইপিএল আর জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া পুরোপুরি ভিন্ন জিনিস। প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো খেললেই যে, একজন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটেও সফল হবে এমনটা নয়।’
রোহিতের নেতৃত্বে অবশ্য ভারতীয় ক্রিকেটের নবযাত্রা শুরু হবে বলে মনে করেন গাভাস্কার, ‘সে (রোহিত) সামনে এগিয়ে যেতে পুরোপুরি প্রস্তুত।’
রোহিতের জন্য ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া অবশ্য নতুন কিছু নয়। কোহলির ডেপুটি থাকার সুবাদে তার অনুপস্থিতিতে রোহিতই নেতৃত্ব দিতেন ভারতীয় দলকে। রোহিতের অধিনায়কত্বেই নিদাহাস ট্রফি ও ২০১৮ এশিয়া কাপ-দুটো বহুজাতিক টুর্নামেন্ট জিতেছিল ভারত। কাকতালীয়ভাবে, সেই দুই আসরের রানার্স-আপ দলের নাম বাংলাদেশ।
নদী বন্দর / বিএফ