উত্তর-পূর্ব চীনের কিছু অংশে ভারি তুষারপাত শুরু হয়েছে। চলতি বছর দেশটিতে যে পরিমাণ তুষারপাত হয়েছে তা গত ১১৬ বছরের মধ্যে সর্বোচ্চ। তবে বছরের শুরুতেই দেশটিতে তীব্র বিদ্যুৎ বিভ্রাটের ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় তুষারপাতের মধ্যে ঘরবাড়ি উষ্ণ রাখার বিষয়টি উদ্বেগ বাড়াচ্ছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চীনের লিয়াওনিং প্রদেশের রাজধানী শহর শেনিয়াংয়ে গড় তুষারপাত ৫১ সেমি বা ২০ ইঞ্চিতে পৌঁছেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, ১৯০৫ সালের পর এটাই সর্বোচ্চ তুষারপাতের রেকর্ড।
এছাড়াও চীনের মঙ্গোলিয়ায় ভারি তুষারপাতের কারণে একজন মারা গেছেন ও প্রায় ছয় হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মঙ্গোলিয়ান শহর টংলিয়াওর আবহাওয়াবিদরা বলছেন, তুষারপাতের ঘটনা আকস্মিক।
এরই মধ্যেই মঙ্গোলিয়া ও উত্তর-পূর্ব চীনজুড়ে ব্যাপক তুষারপাত শুরু হওয়ায় মোট ২৭ বার সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দেশটিতে রোববার থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহের কারণে উত্তর-পূর্ব চীনের কিছু অংশে তাপমাত্রা কমপক্ষে ১৪ ডিগ্রি কমে গেছে।
চীনের লিয়াওনি শহরে প্রবল তুষারপাতের ফলে ট্রাফিক ব্যবস্থার ওপর ব্যাপক প্রভাব পড়েছে। সেখানকার বেশিরভাগ এক্সপ্রেসওয়ের টোল স্টেশন মঙ্গলবার পর্যন্ত বন্ধ ছিল। ডালিয়ান ও ডান্ডং শহর ছাড়া অন্যান্য শহরে ট্রেন এবং বাস স্টেশনগুলো এখনো বন্ধ রয়েছে বলে জানা গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কয়লা আমদানি বাড়িয়ে ও বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সর্বাধিক করে বাড়িগুলোকে উষ্ণ রাখার প্রচেষ্টা জোরদার করছে। এছাড়া বাজার ও মুদি দোকানগুলোকে খাদ্য সরবরাহ বাড়াতে এবং দাম কমানোর আহ্বানও জানিয়েছে তারা।
নদী বন্দর / পিকে