চিকিৎসকদের পরামর্শে বুধবার (৬ জানুয়ারি) হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। প্রখ্যাত কার্ডিয়াক সার্জন দেবী শেঠি সৌরভকে দেখার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (৪ জানুয়ারি) ভিডিও কনফারেন্সে সৌরভের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলেন ডা. দেবী শেঠি। মঙ্গলবার সৌরভকে দেখতে কলকাতায় পৌঁছান তিনি। তিনি সৌরভকে দেখার পরই হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কথা জানানো হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে অনেকটাই সুস্থ সৌরভ গাঙ্গুলি। তবে সৌরভকে ছুটি দিয়ে দেওয়া হলেও, বাড়িতে চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন।
সৌরভের হার্টে তিনটি ব্লকেজ ছিল। এর মধ্যে একটিতে স্টেন্ট বসানো হয়েছে। তবে এনজিওপ্লাস্টি করানোর কথা থাকলেও তা না করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
এদিকে, সৌরভকে দেখার জন্য হাসপাতালে ভক্ত-সমর্থকরা ভিড় করছেন। সৌরভের খোঁজ নিতে আসা দর্শনার্থীদের জন্য হাসপাতালে খোলা হয়েছে ‘সৌরভ গাঙ্গুলি লাউঞ্জ’।
নদী বন্দর / পিকে