ভারতে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বিপদের আশঙ্কায় সর্তক হয়েছে পশ্চিমবঙ্গের হাওড়া এবং কলকাতা জেলা প্রশাসন। রোববার সকাল থেকেই ঝড় না হলেও বৃষ্টি বেড়েছে। শঙ্কা রয়েছে জলাবদ্ধতার।
এর আগে শনিবার বিকেল থেকে ওই এলাকাগুলোতে মাইকে সতর্কতা প্রচার করা হচ্ছিল। মূলত নদীর ধারে যারা বসবাস করেন তারা যেন নদীতে না নামেন, মাইকে সেই সতর্কতা জানানো হচ্ছিল। এর পাশাপাশি ঝড় বৃষ্টির সময় যাতে লোকজন ঘরের বাইরে না যায় তাও বলা হচ্ছিল।
ভারতের জাতীয় দুর্যোগ উদ্ধার বাহিনীর (এনডিআরএফ) সাব-ইনস্পেক্টর রাজেশ কুমার কোরা জানিয়েছেন, হাওড়াতে মোট ১৮টি টিম কাজ করছে। যতক্ষণ আবহাওয়ার উন্নতি না হচ্ছে ততক্ষণ তারা মানুষকে সতর্ক করবেন।
নদী বন্দর / এমকে