রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার সাত তলা ভবনের ছাঁদ থেকে পড়ে ফারহান ইসলাম ফুয়াদ (১৪) নামের মাইলস্টোন স্কুলের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ওই স্কুলছাত্রকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল দশটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা শামীম আরা নীপা জানান, আমার ছেলে মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে শারীরিকভাবে অসুস্থ ছিল। আজ সকাল সাড়ে ছয়টার দিকে বাসার ছাদে গিয়ে ঘোরাঘুরি করার সময় সে উপর থেকে পড়ে নিচে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেই। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। এখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, কয়েকদিন আগে সে কয়েকটি ঘুমের ওষুধ খেয়েছিল এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। আমরা তাকে চিকিৎসা করিয়েছিলাম। কী কারণে সে ঘুমের ওষুধ খেয়েছিল তা বলতে পারি না।
তিনি আরও বলেন, উত্তরা ১২ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের ৩১ নম্বর বাসায় আমরা থাকি। ফুয়াদের বাবার নাম সওকত ইসলাম। আমার দুই ছেলে-মেয়ের মধ্যে ফুয়াদ ছিল বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।