মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ডিআরইউ নেতৃবৃন্দ ও সদস্যরা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় ডিআরইউর যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, অর্থ সম্পাদক এস এম এ কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান, কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হাসান, সুশান্ত কুমার সাহা, এসকে রেজা পারভেজ ও মো. তানভীর আহমেদ (তানভীর আহমেদ) উপস্থিত ছিলেন।
এছাড়াও ডিআরইউর সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, সাবেক কার্যনির্বাহী সদস্য নার্গিস জুঁই, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মিজান মালিক, ডিআরইউর সিনিয়র সদস্য আমান-উদ-দৌলা, জিল্লুর রহিম আজাদ, স্থায়ী সদস্য আব্দুল লতিফ রানা, মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), শাহীন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বুধবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী কর্মসূচি পালন করেছে ডিআরইউ। এর মধ্যে ছিল মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত দেয়ালচিত্র, ডিআরইউ সদস্যদের সন্তানদের চিত্রাঙ্কন উৎসব ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী। এছাড়া মহান বিজয় দিবসের প্রথম প্রহর ৫০টি আতশবাজির মধ্য দিয়ে উদযাপন করা হয়।