1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
পদ্মার চরে ৩৫ গাড়ি নিয়ে আট ঘণ্টা আটকে থাকলো ফেরি - Nadibandar.com
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চব্বিশের অভ্যুত্থানে অন্যতম সহযোদ্ধা ছিল ছাত্রশিবির: সারজিস আলম ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সহজ হবে: খাদ্য উপদেষ্টা পুতিন আমার ‘সবচেয়ে কাছের বন্ধু’: কিম ভারতীয় হাইকমিশনে মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল ৪ জনের আগত ছাত্র-জনতার প্রতি ৭ নির্দেশনা জাতীয় নাগরিক কমিটির সীমানা রক্ষায় প্রয়োজনে জীবন দেবে, ‘এক ইঞ্চি মাটি’ হাতছাড়া করবে না থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি, ফানুস বন্ধে থাকবে মোবাইল কোর্ট সীমান্তের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত মাহমুদউল্লাহর ব্যাটে ঝড়, বড় স্কোর তাড়া করে শুভ সূচনা বরিশালের
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ১৬৭ বার পঠিত

ঘন কুয়াশার কারণে মঙ্গলমাঝির ঘাট-শিমুলিয়া নৌরুটে অ্যাম্বুলেন্স, ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩৫টি গাড়ি নিয়ে পদ্মার চরে ৮ ঘণ্টা আটকে থাকে ফেরি। পাইনপাড়া চরে ফেরিটি আটকা পড়ায় তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহন চালকরা।

বুধবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে শরীয়তপুরের মঙ্গলমাঝির ঘাট থেকে ‘সোফিয়া কামাল’ নামের একটি ফেরি ছেড়ে যায়। ২০ মিনিট পর কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে পদ্মার চর পাইনপাড়া এলাকায় ফেরিটি নোঙ্গর করে রাখা হয়। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে শিমুলিয়ার উদ্দেশে চর থেকে ফেরিটি ছেড়ে যায়।

যেখানে মঙ্গলমাঝির ঘাট-শিমলিয়া নৌ-রুটে ফেরি পারাপার হতে সময় লাগে ১ ঘণ্টা ২০-৪০ মিনিট, সেখানে ৮ ঘণ্টা আটকে থাকতে হয়েছে যাত্রীদের।

ফেরিঘাট সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের সময় পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে কিছুই দেখা যাচ্ছিল না। এ অবস্থায় মঙ্গলমাঝির ঘাট-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এরমধ্যে ফেরিটি পাইনপাড়া চরে আট ঘণ্টা আটকে ছিল।

যাত্রী মো. সোহাগ মোল্লা বলেন, মঙ্গলমাঝির ঘাট থেকে শিমুলিয়া ঘাটে যেতে ১ ঘণ্টা ২০ মিনিট সময় লাগে। কিন্তু কুয়াশার কারণে আমরা পদ্মার চরে আটকা পরি। এই শীতে চরে আট ঘণ্টা আটকে ছিল ফেরিটি। শীতে এমন কষ্ট আর পাইনি। ঢাকাতে আমার জরুরি কাজ ছিল। সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারিনি। আমার অনেক ক্ষতি হয়ে গেলো।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল বলেন, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে সমস্যা হওয়ায় দুর্ঘটনা এড়াতে বুধবার রাত ১টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এই রুটে ছোট-বড় ৪টি ফেরি চলাচল করছে।

এদিকে ঘন কুয়াশার কারণে শরীয়তপুরের নরসিংহপুর-চাঁদপুরের হরিণা ঘাট নৌরুটে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল মোমেন জানান, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে সমস্যা হওয়ায় দুর্ঘটনা এড়াতে আজ বৃহস্পতিবার সকাল ৬টায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার কারণে তিনটি ফেরি মাঝপথে আটকা পড়ে। কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল সাড়ে ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এই রুটে ছোট-বড় ৭টি ফেরি চলাচল করছে।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com