লেখাপড়ার পাশাপাশি শিশুদের প্রযুক্তির ব্যবহার নিয়ে নজরদারিতে রাখতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে ইউপি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীদের শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘যে কোনো প্রযুক্তিরই ভালো-মন্দ দিক রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমাদের অবশ্যই প্রযুক্তিবান্ধব ও দক্ষ হতে হবে। সে জন্য আমাদের শিশুদের শৈশব থেকে প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে হবে। তা না হলে তারা চতুর্থ বিপ্লবে টিকে থাকতে পারবে না। আমরা চাই নতুন প্রজন্ম চতুর্থ বিপ্লবের সফল অংশীদার হবে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের পড়ালেখায় যে ঘাটতি তৈরি হয়েছে করোনার ভয়াবহতা না পড়ে শিক্ষার্থীদের ঘাটতি পূরণে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে।’
ইউপি নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের ফলাফল সবজায়গায় একরকম নয়। কিছু কিছু জায়গায় ভিন্ন ভিন্ন কিছু চিত্র দেখা গেছে। তবে মনোনয়ন যদি সঠিক হয় তবে আমরা দেখেছি নৌকার প্রার্থী বেশি জয়লাভ করেছে। কারণ নৌকার প্রতি মানুষের আস্থা রয়েছে।’
এর আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজের পরিচালনায় নবনির্বাচিত ৯ ইউপি চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক জেলা খান মজলিশ।
এসময় পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক দাউদ হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল বক্তব্য রাখেন।
নদী বন্দর / সিএফ