লালমনিরহাটের হাতীবান্ধায় মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় দুই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে। এছাড়াও পরীক্ষায় নম্বর কম পাওয়ায় আরেক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলার পৃথক পৃথক এলাকায় এ ঘটনা ঘটেছে।
দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ পরীক্ষার রেজাল্টের পর এ ঘটনা ঘটান শিক্ষার্থীরা।
এর মধ্যে হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের রিপা খাতুন পরীক্ষায় ফেল করায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাতীবান্ধা এস এস সরকারি উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষার্থী ও সিন্দুর্ণা ইউনিয়নের চাম্পাফুল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জুয়েল ইসলাম বিষপানে এবং হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রিপা খাতুন পরীক্ষায় ফেল করায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এছাড়া নওদাবাস কালীমোহন তফশিল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুরি এলাকার অনন্ত বর্মনের মেয়ে অর্পিতা রায় পরীক্ষায় নম্বর কম পাওয়ায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল হক বলেন, বিষপানে আত্মহত্যার চেষ্টা করা একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়া আরেকজনকে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়।
নদীবন্দর/ইপিটি