করোনা মহামারি সত্ত্বেও মার্কিন শীর্ষ ধনী ওয়ারেন বাফেটের প্রধান কোম্পানি বার্কশায়ার হাথাওয়ের বাজার মূল্য গত সপ্তাহে ৭০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। যা অতীতের যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ। এর মাধ্যমে খুব শিগগিরই এটি এক লাখ কোটি ডলারের কোম্পানি হওয়ার গৌরব অর্জন করতে পারবে। ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার বাড়ে এক শতাংশ। এ নিয়ে টানা চারদিন কোম্পানিটির শেয়ারের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। কারণ বিনিয়োগকারীরা নিরাপদ জায়গায় বিনিয়োগ করতে আগ্রহী।
প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের প্রথম সপ্তাহে কোম্পানিটির বি ক্যাটাগরির শেয়ারের দাম চার শতাংশ বেড়েছে। ফলে কোম্পানিটির বাজার মূল্য দাঁড়িয়েছে ৭০ হাজার কোটি ডলারে।
ওয়ারেন বাফেট ডিউরোসেল, গেইকো ও ডেইরি কুইনসহ বিশ্বের ৬০টির বেশি কোম্পানিতে বিনিয়োগ করেছেন। তাছাড়া টেক জায়ান্ট অ্যাপলের মধ্যে এটির একটি বড় অংশীদারত্ব রয়েছে।
ধারণা করা হচ্ছে বার্কশায়ার ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হতে যাচ্ছে। যদি সেটা সম্ভব হয় তাহলে এটি টেসলা, অ্যামাজন, মাইক্রোসফট ও অ্যাপলের কাতারে উঠে যাবে। টেসলার বর্তমান বাজার মূল্য এক দশমিক সাত ট্রিলিয়ন ডলার, অ্যামাজনের এক দশমিক ৬৬ ট্রিলিয়ন ডলার, মাইক্রোসফটের দুই দশমিক ৩৭ ট্রিলিয়ন ডলার ও অ্যাপলের দুই দশমিক ৮৪ ট্রিলিয়ন ডলার। উল্লেখ্য, এক লাখ কোটিতে এক ট্রিলিয়ন।
অন্যদিকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এ বছর মহামারি সংক্রান্ত বিভিন্ন প্রণোদনা কমিয়ে দিতে যাচ্ছে। তাছাড়া পরিবর্তন আনতে যাচ্ছে সুদের হারেও। তবে এর মধ্যেও কোম্পানিটি লাভবান ও সফলভাবে অর্থনৈতিক পুনরুদ্ধারে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে। গত বছর বার্কশায়ারের শেয়ারের দাম বাড়ে ৩০ শতাংশ।